স্মার্টওয়াচ বিক্রিতে অ্যামাজন-গিজমোর নতুন চুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্মার্টওয়াচ বিক্রিতে অ্যামাজন-গিজমোর নতুন চুক্তি



স্মার্টওয়াচের বিক্রি বাড়াতে অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারতের কনজিউমার ব্র্যান্ড গিজমোর। প্রতিষ্ঠানটির সমৃদ্ধ পোর্টফোলিও রয়েছে। এতদিন পর্যন্ত অফলাইন চ্যানেল, ফ্লিপকার্ট ও ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইস বিক্রি করত প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে গিজমোর জানায়, এ চুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকের কাছে স্মার্টওয়াচ পৌঁছে দেয়া হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা সঞ্জয় কালিরোনা জানান, গত প্রান্তিকে অনলাইনে গিজমোরের উপস্থিতি ১০ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত হয়েছে। চুক্তির সঙ্গে নতুন দুটি স্মার্টওয়াচও উন্মোচন করা হয়েছে। গিজমোচায়না

কোন মন্তব্য নেই