টুইচের সিইও হচ্ছেন ড্যান ক্ল্যানসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইচের সিইও হচ্ছেন ড্যান ক্ল্যানসি


আমেরিকান ব্রডকাস্টিং সংস্থা টুইচের নতুন সিইও হতে যাচ্ছেন ড্যান ক্ল্যানসি। অ্যামাজন ডটকম ইনকরপোরেটেডের মালিকানাধীন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও এমমেট শিয়ায় সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন এবং সিইও হিসেবে ড্যান ক্ল্যানসির নাম প্রকাশ করেন। এরই মধ্য দিয়ে প্লাটফর্মটিতে সিইও পদে শিয়ারের ১৬ বছরেরও অধিক সময়ের যাত্রা শেষ হয়। খবর রয়টার্স।


টুইচ ইন্টারেক্টিভের বর্তমান প্রেসিডেন্ট ড্যান ক্ল্যানসি ২০১৯ সাল থেকে প্লাটফর্মটির সঙ্গে যুক্ত আছেন। বিদায়ী সিইও এমমেট শিয়ার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, শিগগিরই সিইও হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ক্ল্যানসি। তবে সিইও পদ ত্যাগ করলেও অ্যাডভাইজার হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছেন শিয়ার। 


রয়টার্সের তথ্যমতে, গত বছর টুইচের চিফ অব গ্লোবাল ক্রিয়েটর কনস্ট্যান্স নাইট দায়িত্ব থেকে সরে যান। এরপর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি কনটেন্ট ক্রিয়েটরদের আয়সংক্রান্ত নীতি সংশোধন করে। ঘোষণা করা হয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটররা প্রথম ১ লাখ ডলার আয়ের ৭০ শতাংশ পাবেন। তবে এর বেশি আয়ের ক্ষেত্রে পাবেন ৫০ শতাংশ। 


লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম জাস্টিন ডট টিভি ২০১১ থেকে টুইচ নামে পরিচিত হয়ে ওঠে। এর তিন বছর পর প্রতিষ্ঠানটি প্রায় ১০০ ডলারে কিনে নেয় অ্যামাজন।


নতুন সিইও ক্ল্যানসি টুইচে যোগদানের আগে মার্কিন মহাকাশ সংস্থা নাসা, নেক্সটডোর এবং গুগলের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই