দাবানল চিহ্নিত করবে টর্চের সৌরচালিত আউটডোর সেন্সর
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী বাড়ছে দাবানলের আশঙ্কা। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া ও তীব্র খরা এতে আরো সহায়ক ভূমিকা রেখেছে। বন উজাড় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলেও দাবানলের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিগত সমাধান খুঁজছে সেন্সর নির্মাতা প্রতিষ্ঠান টর্চ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি সৌরবিদ্যুৎ চালিত আউটডোর সেন্সর ডিভাইস আবিষ্কার করেছে। নির্মাতারা জানিয়েছেন, ডিভাইসটি দিয়ে খুব দ্রুত দাবানল চিহ্নিত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রান্সের প্রতিবেদন অনুযায়ী, টর্চের সেন্সর ডিভাইসটি গাছে বড় পেরেকের মতো স্ক্রু দিয়ে আটকানো থাকবে। যা দিয়ে ১০ একরের মধ্যে যেকোনো ধরনের দাবানল চিহ্নিত করা সম্ভব। ডিভাইসের সেন্সর তাপ, আলো ও ধোঁয়া প্রভৃতি বিষয় পর্যবেক্ষণ করবে। যখনই অস্বাভাবিক আবহাওয়া ধরা পড়বে তখনই ডিভাইসটি সতর্কবার্তা পাঠাবে।
নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ডিভাইসটিতে ক্যামেরা সংযুক্ত করা হবে। যার মাধ্যমে সবকিছু লাইভ দেখা যাবে। এখন পর্যন্ত ডিভাইসটির সীমাবদ্ধতা এর পাওয়ার সাপ্লাই। কেননা এটি পুরোপুরি সৌরচালিত। অনেক বেশি ফিচার যুক্ত করা হলে এর ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে। ডিভাইসটি রেডিও সিগন্যালের মাধ্যমে যোগাযোগের কাজ করবে। এছাড়া ম্যাশ নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অসংখ্য নেটওয়ার্ককে একটি একক গেটওয়েতে যুক্ত করতে সাহায্য করবে। বর্তমানে ডিভাইসটি পরীক্ষণ স্তরে রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এর সক্ষমতা যাচাই করা হয়েছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এটি সরবরাহ করা শুরু হবে বলে জানিয়েছে প্রস্তুতকারকরা।
দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় মানুষের বসবাসের নিরাপত্তা ও পরিবেশ ঝুঁকির মধ্যে পড়েছে। সরাসরি জীবন ও সম্পদ হারানোর ঝুঁকির পাশাপাশি এসব আগুনের কারণে যে ধোঁয়া তৈরি হয় তা বায়ুদূষণ তৈরি করে এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ে। টর্চ এ বিষয়টি নিয়েই কাজ করছে যেন এ ধরনের দুর্যোগ এবং এর ফলে তৈরি হওয়া ঝুঁকিগুলো কমানো যায়।
কোন মন্তব্য নেই