২৫০ কোটি ডলারে ইসপ কিনছে ল’রিয়েল প্যারিস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৫০ কোটি ডলারে ইসপ কিনছে ল’রিয়েল প্যারিস



২৫০ কোটি ডলারে অস্ট্রেলিয়ান প্রসাধনী ব্র্যান্ড ইসপ কিনতে যাচ্ছে ফরাসি প্রসাধনী কোম্পানি ল’রিয়েল প্যারিস। এ বিষয়ে ইসপের প্যারেন্ট কোম্পানি নাতুরা অ্যান্ড কোর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসপ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ত্বক, চুল ও শরীরে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীর জন্য পরিচিতি পায়। বর্তমানে ব্র্যান্ডটি ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের ২৯টি দেশে প্রায় ৪০০ স্টোর পরিচালনা করছে। দি গার্ডিয়ান

কোন মন্তব্য নেই