নাউ লঞ্চার সরিয়ে নিচ্ছে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নাউ লঞ্চার সরিয়ে নিচ্ছে গুগল


প্রায় এক দশক আগে ২০১৩ সালে নাউ লঞ্চার বাজারে নিয়ে আসে সফটওয়্যার জায়ান্ট গুগল। এর সঙ্গে নেক্সাস ফাইভ লঞ্চারও চালু করা হয়। এ লঞ্চারটি খুবই সহজ, পরিচ্ছন্ন অভিজ্ঞতা দেয় গ্রাহককে। পাশাপাশি গুগল নাউ কার্ডস সরাসরি ব্যবহারের সুযোগ দেয়। অবশেষে এ সেবাটি বন্ধ করে দিচ্ছে গুগল। ফলে গুগল অ্যাপে আর এ সেবাটি পাওয়া যাবে না। খবর টেকটাইমস।


জিএনএল বেশকিছু পুনরাবৃত্তির মধ্যে দিয়ে গেছে, প্রথমত অধিকাংশ ডিভাইসে অ্যান্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেম সহজলভ্য হওয়ার আগে ২০১৪ সালে প্লে স্টোরের মাধ্যমে সেটি গুগল এক্সপেরিয়েন্স লঞ্চার হিসেবে রেফার করা হয়।


নাইনটুফাইভ গুগলের তথ্যমতে, পরবর্তী ৫ বছর এটি অনেক অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য গো-টু লঞ্চার হিসেবে পরিচিত ছিল। কেননা এটি তুলনামূলক পরিচ্ছন্ন একটা অভিজ্ঞতা দেয়। ২০১৭ সালে জিএনএলকে আলাদা করা শুরু করে গুগল। সে সময় তাদের কোর ফিচারে গুগল নাউ কার্ডস যুক্ত করা হয়। যা সহজে প্রবেশের সুবিধা দেয়ার পাশাপাশি ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) লঞ্চারকে আরো সহজ করে করে তোলে।  


পদক্ষেপটির প্রথম উদ্দেশ্য ছিল আরো বেশি পরিচ্ছন্ন অভিজ্ঞতা দেয়া যেন ব্যবহারকারী আরো সহজে গুগল নাউ ব্যবহার করতে পারেন। যাই হোক ২০১৭ সালে, জিএনএল গুগলের জন্য মোটেও অগ্রাধিকার ছিল না। কারণ তারা ধীরে ধীরে পিক্সেল লঞ্চারের দিকে এগোচ্ছিল। তার পরই গুগল তার অংশীদারদের জানায় যে লঞ্চারটি বন্ধ হয়ে যাচ্ছে। কেননা অনেক ওইএম লঞ্চারে যুক্ত হয়ে গেছে। তার পরও জিএনএল গুগল অ্যাপ থেকে আপডেট পেয়ে যাচ্ছিল। গুগল অ্যাপ জানায়, এপ্রিলে গুগল নাউ লঞ্চার কাজ করা বন্ধ করে দিবে। ফলে যেসব ডিভাইসে এটি ইনস্টল করা আছে সেগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে। ডিভাইস বা স্মার্টফোন চালানো অব্যাহত রাখার জন্য অন্য লঞ্চার ব্যবহার করতে হবে।

কোন মন্তব্য নেই