সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস আনছে সনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস আনছে সনি


সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং বা শব্দরোধী ইয়ারবাডস আনার ঘোষণা দিয়েছে সনি। জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটির নতুন ঘোষিত ইয়ারবাডসটি ‘সনি ডব্লিউএফ-সি৭০০এন’। এর ফিচার সনির শীর্ষস্থানীয় ইয়ারবাডস ‘সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৪’ মডেলের মতোই। দুটো ইয়ারবাডসই আকৃতিতে অত্যন্ত ছোট, হালকা ও মূল্যের দিক থেকেও সাশ্রয়ী। খবর টেকরাডার।


প্রতিবেদন বলছে, অ্যাপলের ‘এয়ারপডস প্রো ২’-এর মতো প্রিমিয়াম বাডের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই প্রডাক্টটি বাজারে এনেছে সনি। কেননা অ্যাপলের এয়ারপডসের তুলনায় সনি সি৭০০এন ব্যবহার কিছুটা আরামদায়ক ও স্টাইলিশ। 


সনি বলছে, নতুন ইয়ারবাডসটি আয়তনে ‘সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৪’-এর তুলনায় ৩৭ শতাংশ হালকা ও আকৃতিতে ৩৮ শতাংশ ছোট। ফলে এটি কানে আরো ভালোভাবে ফিট হবে। ফ্যাশন বা স্টাইলের তুলনা করতে গেলে সনির ইয়ারবাডসটি বেশ আকর্ষণীয়ই বলে জানিয়েছে প্রযুক্তি প্রোডাক্ট রিভিউকারীরা। কালো, সাদা, বেগুনি ও ধূসর-সবুজ এ চার রঙে পাওয়া যাবে প্রডাক্টটি। সনি কর্তৃপক্ষ জানিয়েছে, সনি ডব্লিউএফ-সি৭০০এন মডেলটির মূল্য ১২০ ডলারের কাছাকাছি। চলতি মাসেই প্রডাক্টটির বিক্রি শুরু হবে। যদিও এখনো সঠিক দিন-তারিখ নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই