টুইটারের ফি পরিশোধ করবে না নিউইয়র্ক টাইমস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারের ফি পরিশোধ করবে না নিউইয়র্ক টাইমস


টুইটারের ভেরিফায়েড চেকমার্ক স্ট্যাটাস পাওয়ার জন্য নির্ধারিত ফি পরিশোধ করবে না নিউইয়র্ক টাইমস। মাইক্রোব্লগিং প্লাটফর্ম থেকে ভেরিফায়েড ব্যাজ খোয়ানোর পর যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকাটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।


টুইটারের সর্বশেষ নীতির বরাতে রয়টার্সের খবরে বলা হয়, নির্দিষ্ট পরিমাণে সাবস্ক্রিপশন ফির বিনিময়ে ভেরিফায়েড চেকমার্ক দেয় প্লাটফর্মটি। প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের জন্য চালু করা হয়েছে গোল্ড চেকমার্ক এবং ব্যক্তিকেন্দ্রিক অ্যাকাউন্টের জন্য ব্লু চেকমার্ক। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গোল্ড চেকমার্কের জন্য প্রতি মাসে দিতে হবে ১ হাজার ডলার এবং ব্লু চেকমার্কের জন্য ৭ ডলার।


নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ বলছে, ‘আমরা আমাদের প্রতিনিধিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রেও টুইটার ব্লু পরিষেবার ফি পরিশোধ করব না। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে।’


জার্মান মালিকানাধীন যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক পত্রিকা পলিটিকোও একই অবস্থানে রয়েছে। পত্রিকাটি রয়টার্সকে জানিয়েছে, কর্মীদের টুইটার ব্লু ভেরিফিকেশনের ফি দেবে না। টুইটার এর আগে ঘোষণা করেছিল, ১ এপ্রিল থেকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট চেকমার্ক হারাবে। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের পুরনো ভেরিফায়েড প্রোগ্রামটি বন্ধের পরিকল্পনা করছে।

কোন মন্তব্য নেই