আগুনে পোড়া ফেরারি গাড়ির দাম ২০ কোটি টাকা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগুনে পোড়া ফেরারি গাড়ির দাম ২০ কোটি টাকা!

 

১৯৬০ সালে এক রেসের সময় আগুন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া একটি ফেরারি গাড়ি বিক্রি হয়েছে ১ দশমিক ৮ মিলিয়ন ডলারে (প্রায় ২০ কোটি টাকা)। 



এনডিটিভি জানিয়েছে, ফেরারির ‘৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ আই’ মডেলের গাড়িটি ‘আরএম সোথেবির মন্টেরি’ নামক সংস্থা নিলামে তুললে তা ১৮ লক্ষ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়।



১৯৫২ এবং ১৯৫৩ সালে ইতালিয় রেসিং ড্রাইভার আলবার্তো আসকারির ‘এফআইএ ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপের’ স্মরণে ফেরারি কোম্পানি এই গাড়িটি তৈরি করেছিল। এটি ১৯৫০এর দশক জুড়ে ইতালিতে ফেরারির বিরল চার-সিলিন্ডার রেস কারগুলোর একটি ছিল। বিখ্যাত ইতালিয় ফার্ম ‘পিনিন ফারিনা’ গাড়িটির বডি ডিজাইন করেছিল।


গাড়িটির প্রথম মালিক ছিলেন ফ্রাঙ্কো কর্টেস। কর্টেস ১৯৫৪ সালে রেসের উদ্দেশ্যে গাড়িটি কিনেছিলেন এবং তিনিই প্রথম প্রতিযোগী ছিলেন, যে কিনা ফেরারি গাড়ি চালিয়ে প্রতিযোগীতায় বিজয়ী হন। ১৯৬০ এর দশকে একটি রেসের সময় গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটির নথিতে দেখা যায় এর সর্বশেষ মালিকানা পরিবর্তন হয়েছিল ১৯৭৮ সালে। তারপর গত ৪৫ বছর ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় সংরক্ষণ করা হয়েছিল গাড়িটি।


বর্তমানে গাড়িটিতে কোন চাকা নেই। যদিও এর ভিতরে আসল চেসিস প্লেট, গিয়ারবক্স, পিছনের এক্সেল কর্নার এবং এর থ্রী পয়েন্ট জিরো লিটার টিপো ওয়ানওয়াননাইন ল্যামপ্রেডি ইনলাইন-ফোর ইঞ্জিন রয়েছে।


গাড়িটির ক্রেতা জানিয়েছেন, তিনি একে আগের রূপে ফিরিয়ে আনতে চান যাতে করে এটি আবারও প্রতিযোগিতায় অংশ নিতে পারে।


কোন মন্তব্য নেই