ইউটিউবকে টেক্কা দিতে যা আনছে এক্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউটিউবকে টেক্কা দিতে যা আনছে এক্স

 

ইউটিউবকে টেক্কা দিতে এবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স (টুইটারের বর্তমান নাম) এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করবে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই এটি আসবে। 


সংবাদমাধ্যম ফরচুন বলছে, মূলত একটি টিভি অ্যাপ আনতে যাচ্ছে এক্স। অ্যাপটি অ্যামাজন ও স্যামসাংয়ের স্মার্ট টিভিতে চালানো যাবে।


এক্সের বেশ কয়েকজন কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ইলন মাস্ক চাইছেন এক্সের ব্যবহারকারীরা যাতে বড় পর্দায় দীর্ঘ ভিডিও দেখতে পারেন। এতে ব্যবহারকারীরা অনলাইনে আরও সুবিধা পাবে। 


এর মধ্যে একজন বলছেন, মাস্ক চাইছেন ইউটিউবকে টেক্কা দিতে। এই অ্যাপের নাম হবে টুইচ। এ ছাড়া এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটকেও টেক্কা দিতে চান তিনি। 


এক্সে সাধারণত ছোট ভিডিও শেয়ার করা যায় এবং দেখা যায়। তবে গত জানুয়ারি মাসে এক্স জানায়, তারা ভিডিও ভিত্তিক প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। এবার অ্যাপই আনছে প্রতিষ্ঠানটি। এতে সাবস্ক্রিপশন ফি কত হতে পারে, সে ব্যাপারে জানা যায়নি।

কোন মন্তব্য নেই