কেজিতে ৪০ টাকা বেড়েছে মরিচের দাম
কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। হঠাৎ মরিচের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।
দিনাজপুরের হিলিতে বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ দুই দিন আগেও প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকা দরে।
বিক্রেতারা জানান, টানা তীব্র তাপদাহের কারণে মরিচের গাছ নষ্ট হবার কারণে উৎপাদন কমেছে। আর বাজারে চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট যার ফলে বেড়েছে দামও। দাম বাড়ার কারণে বিক্রিও অনেকটা কমেছে।
কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। ৭০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে মণে প্রায় দুই এক কেজি নষ্ট হয়ে যায়। মোকামগুলোতে কাঁচা মরিচ না পাওয়া গেলে কয়েক দিনের মধ্য কাঁচা মরিচের দাম আরো বৃদ্ধি পাবে।
কোন মন্তব্য নেই