যে কারণে মোদিকে কৃতজ্ঞতা জানালেন জয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যে কারণে মোদিকে কৃতজ্ঞতা জানালেন জয়

 

ছাত্র-জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়।


বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ ধন্যবাদ জানান। 



তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।


জয় আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবে না।

কোন মন্তব্য নেই