পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালের নিকট পদত্যাগ পত্র জমা দেন তারা।


বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পদত্যাগের বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান।


প্রফেসর মাকসুদুর রহমান বলেন, আমি এবং আমার প্রক্টরিয়াল বডির সদস্যরা আজ বৃহস্পতিবার বিকালে ভিসি স্যারের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছি। এখন থেকে প্রক্টর অফিসের কার্যক্রম দেখার দায়িত্ব আর আমার নই। নতুন প্রক্টর নিয়োগ হলে কার্যক্রম শুরু হবে।


প্রফেসর ড. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর। তিনি গত ৫ এপ্রিল ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়৷

কোন মন্তব্য নেই