সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে বিদায়ী সপ্তাহের রোববার (০৪ আগস্ট) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (০৪ জুন-০৮ আগস্ট) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।
এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩৩৯টির দর বেড়েছে, ৪৭টির দর কমেছে, ১১টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে দ্য ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.৫৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ওয়ান: স্কিম ২’র ৩০.৪৩ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ২৯.৪১ শতাংশ, জেনারেশন নেক্সট’র ২৯.৪১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ২৯.২২ শতাংশ, মুন্নু সিরামিকের ২৯.০৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৯.০৫ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ২৯.০৪ শতাংশ, এসিআই লিমিটেডের ২৯.০৩ শতাংশ এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৯.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কোন মন্তব্য নেই