অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান অ্যামনেস্টির
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) ২০২৩ হল বাংলাদেশের ধারাবাহিক দমনমূলক আইনের ধারাবাহিকতা। যার মাধ্যমে বারবার ছাত্র-নেতৃত্বাধীন কোটা সংস্কার বিক্ষোভ সহ নাগরিকদের ওপর রাষ্ট্রের দমন-পীড়নকে সহজতর করা হয়েছে ।
বিবৃতিতে সংগঠনটির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সিএসএ-এর মতো আইন প্রত্যাহার করে ভিন্নমত প্রশমনের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। ওই আইন মতপ্রকাশের স্বাধীনতা, এবং জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের ক্ষেত্রে হুমকি বলে মনে করেন এই গবেষক। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের উপর সাম্প্রতিক মারাত্মক দমন-পীড়ন দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং ভিন্নমত দমনের ব্যাপক পটভূমিতে এই আইন ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট মূলত ডিএসএ-এর প্রতিলিপি। এটি নিছক কার্যক্ষম সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কমানোর একটি প্রচেষ্টা যা কর্তৃত্ববাদী বিধান এবং অনুশীলনগুলিকে একটি দৃশ্যত নতুন আইনে পরিণত করেছে। এই ধরনের আইন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর জন্য ঠাট্টার মতো। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার এক এক্স পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে যেকোনো নতুন অন্তর্বর্তী সরকারের জন্য এটা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার উপযুক্ত মুহূর্ত।
কোন মন্তব্য নেই