শেখ হাসিনাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন: ভারত
শেখ হাসিনা নিয়ে কোনো আপডেট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে বৃহস্পতিবার জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ‘‘শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করা আমার সাজে না। তিনি নিজেই তা ঠিক করবেন।''
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এদিন প্রায় সব প্রশ্নই ছিল বাংলাদেশ নিয়ে। তার মধ্যে অনেকগুলিই ছিল শেষ হাসিনাকে নিয়ে। বিশেষ করে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা আর কতদিন ভারতে থাকবেন, তিনি কি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন, তার অন্য দেশে আশ্রয় নেয়ার জন্য ভারত কিছু করছে কি না, শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কী আলোচনা হলো, ইত্যাদি।
জবাবে জয়সওযাল বলেছেন, ‘‘আমার কাছে কোনো আপডেট নেই। শেখ হাসিনা ভবিষ্যতে কী করবেন, সেটা তিনিই ঠিক করবেন।'' তিনি জানিয়েছেন, ‘‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে জানিয়েছেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন। পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলা আমার পক্ষে ঠিক নয়। এটা তিনিই ঠিক করবেন।''
বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। জয়সওয়াল জানিয়েছেন, ‘‘তাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল।'' কিন্তু এর বেশি তিনি আর কিছু জানাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়েও প্রচুর প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘এই বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি খতিয়ে দেখছে। কিছু সংস্থা ও সংগঠন সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। ভারত তাকে স্বাগত জানায়। কিন্তু ভারত চায়, বাংলাদেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়। এটা সে দেশের সরকারের দায়িত্ব। আমরা আশা করছি, পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।''
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে বিবৃতিতে বলেছিলেন, সেনার সঙ্গে ভারত যোগাযোগ রাখছে। জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, ভারত এখন কার সঙ্গে কথা বলছে, ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, সেনার সঙ্গে কি আলোচনা চলছে? জয়সওয়াল জানান, ‘‘আলোচনা চলছে।'' কিন্তু কার সঙ্গে আলোচনা হচ্ছে, তা তিনি খুলে বলেননি।
জয়সওয়াল বলেছেন, ‘‘পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে আশা, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করবে।'' সূত্র: ডয়চে ভেলে।
কোন মন্তব্য নেই