প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তুরস্কের ফার্স্টলেডির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শপথ নেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি ইমিনে এরদোগান। বৃহস্পতিবার এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, সম্মানীত প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তম শুভ কামনা জানাই। তিনি জাতিসংঘের এডভাইজরি বোর্ড অব ইমিনেন্ট পারসন অন জিরো ওয়েস্টের একজন সদস্য, এই বোর্ডের আমি চেয়ার। তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন জানাই। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন।
কোন মন্তব্য নেই