দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহার

 

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারো সম্প্রচারে আসছে চ্যানেলটি।


টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে।


এর আগে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।


এদিকে, শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর মঙ্গলবার দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক অনেক কর্মী জড়ো হন। এ সময় তারা চ্যানেলটি পুনরায় চালু করার দাবি জানান।

কোন মন্তব্য নেই