ইসলামী ব্যাংক থেকে অর্ধেকের বেশি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসলামী ব্যাংক থেকে অর্ধেকের বেশি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে মোট ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে এস আলম গ্রুপ।


আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সাংবাদিকদের এই তথ্য জানান।


ব্যাংকটির নতুন চেয়ারম্যান বলেন, ‘এস আলম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছেন। তবে পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ইতোমধ্যে তার সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঋণের বিপরীতে যে-সব জামানত রয়েছে তা দিয়ে এ ঋণ শোধ করা যাবে না। তাই জামানতের বাহিরে যে-সব সম্পদ রয়েছে তা বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।’


ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় ২৩০০ কোটি টাকা ঘাটতি ছিল। তা প্রতিদিন কমে আসছে। আজকে কমে তা দুই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আশা করি এ বছরের মধ্যে তা ইতিবাচক ধারায় ফিরবে।


তিনি আরও বলেন, অনেক গ্রাহকের এতোদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর আর হবে না। কারণ গত এক সপ্তাহ যে পরিমাণ জমা হয়েছে তারচেয়ে কম বের হয়েছে। নিট ব্যালেন্স থাকছে।’


এস আলম গ্রুপকে সহযোগিতা করেছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন-এমন প্রশ্নে ব্যাংকটির নতুন চেয়ারম্যান বলেন, ‘আমরা নিচের দিকে কর্মকর্তা এখনই সরাতে চাচ্ছি না। কারণ সেখানে এখনই পরিবর্তন আনলে সব ভেঙে পড়তে পারে। ধীরে ধীরে সব সরানো হবো। আইন অনুযায়ী সবার ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। ভুল প্রক্রিয়ায় কাউকে সরানো হবে না।’

কোন মন্তব্য নেই