বন্ধু টাকা ধার চাইছে? সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন
বন্ধু টাকা ধার চাইছে? সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন
লাইফস্টাইল ডেস্ক: মাসের শেষ দিকে হাতে টান পড়লে অনেকেই পরিচিতজনদের কাছ থেকে টাকা ধার নেন। তবে বারবার ধার চাইলে বা ফেরত না দিলে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশ মানুষ ধার দেওয়া টাকা ফেরত পাননি, যার প্রভাব পড়েছে তাদের ব্যক্তিগত সম্পর্কে। তাই সম্পর্ক নষ্ট না করেও সঠিকভাবে ‘না’ বলাটা জরুরি।
আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্স পরামর্শ দিয়েছেন—প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে, ধার দেওয়ার মতো অবস্থায় আছেন কি না। যদি না থাকেন, তবে স্পষ্ট করে জানাতে হবে। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক স্থিতি ঝুঁকিতে ফেলা বুদ্ধিমানের কাজ নয়।
👉 যেভাবে না বলবেন সম্পর্ক ঠিক রেখে:
-
সামর্থ্য অনুযায়ী দিন: পুরোটা না পারলেও অল্প দেওয়া যায়। যেমন কেউ ৫ হাজার টাকা চাইলে ৫০০ বা ১ হাজার টাকা প্রস্তাব করতে পারেন। এতে সাহায্যও হলো, আবার নিজের বাজেটও অক্ষুণ্ণ রইল।
-
অপরাধবোধ সামলান: সরাসরি না বলার পর অপরাধবোধ আসতে পারে। তবে মনে রাখুন, আপনার ভবিষ্যৎ সঞ্চয় ও আর্থিক লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে লক্ষ্যগুলো লিখে রাখুন—তা আপনাকে শক্তি জোগাবে।
-
নিজেকে সময় দিন: মানসিক চাপ এড়াতে পছন্দের কাজে সময় দিন। এতে অপরাধবোধ কমবে এবং মানসিক স্বস্তি ফিরবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে ‘না’ বলাটা কঠিন মনে হলেও দীর্ঘ মেয়াদে তা সুফল বয়ে আনে। আর্থিক লক্ষ্য পূরণ হলে নিজেরই ভালো লাগবে এবং প্রয়োজনীয় সময়ে আপনি প্রস্তুত থাকবেন।
তথ্যসূত্র: সিএনবিসি
কোন মন্তব্য নেই