📰 জামিন পেলেন ইমরান খান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

📰 জামিন পেলেন ইমরান খান

 

📰 জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | TimesExpress24
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম ডন অনলাইন

তবে জামিন পেলেও এখনই মুক্ত হচ্ছেন না ইমরান খান। দুর্নীতির একটি মামলায় তিনি ইতিমধ্যেই ১৪ বছরের সাজাপ্রাপ্ত, যা তার মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।


🔹 আদালতের সিদ্ধান্ত

  • প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

  • লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর ইমরান খান সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

  • শুনানিতে প্রসিকিউটর জুলফিকার নকভি অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ মে’র সহিংস ঘটনার নির্দেশ ইমরান খানই দিয়েছিলেন


🔹 যুক্তি ও প্রমাণ

  • প্রসিকিউশনের দাবি, আট মামলাতেই ইমরান খানের বিরুদ্ধে সাক্ষীদের জবানবন্দি রয়েছে।

  • তবে রাষ্ট্রপক্ষ আদালতে পর্যাপ্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।

  • ইমরানের আইনজীবী সালমান সফদার বলেন, “আটটি মামলার মধ্যে পাঁচটিতেই ইমরানের নাম নেই।”


🔹 প্রেক্ষাপট

দুই বছর ধরে বারবার জামিন আবেদন খারিজ হওয়ার পর অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ইমরান খান। তবে দুর্নীতির মামলার সাজা বহাল থাকায় তিনি এখনই কারাগার থেকে বের হতে পারবেন না।


📌 কীওয়ার্ড: ইমরান খান, পাকিস্তান, জামিন, সুপ্রিম কোর্ট, পিটিআই, দুর্নীতি মামলা

কোন মন্তব্য নেই