বাটা সু বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ফারিয়া ইয়াসমিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাটা সু বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ফারিয়া ইয়াসমিন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাটা সু বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ফারিয়া ইয়াসমিন


নিউজ প্রতিবেদন :

বহুজাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের শীর্ষ পদে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন-কে নতুন ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর ২০২৫ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের মতে, এই নিয়োগ বাটা সু বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা ও সংগঠন পুনর্গঠনের অংশ। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, ফারিয়া ইয়াসমিনের নেতৃত্বে বাটা সু নতুন উদ্ভাবন, বাজার সম্প্রসারণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত (১৩ অক্টোবর থেকে ২০ নভেম্বর) চলবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এ সময় তিনি কোম্পানির কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেবেন বলে জানা গেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এমন একটি নেতৃত্ব পরিবর্তন শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শেয়ারহোল্ডারদের প্রত্যাশা, নতুন এমডির নেতৃত্বে বাটা সু আরও লাভজনক অবস্থানে পৌঁছাবে এবং ডিভিডেন্ড প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে।

বহু দশক ধরে বাটা সু বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত জুতা ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে। কোম্পানিটি বর্তমানে দেশের শহর ও গ্রামীণ উভয় বাজারেই শক্ত অবস্থান তৈরি করেছে, এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক সেই অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই