যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের ৩,৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের ৩,৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের ৩,৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, সকাল ০৮:৫৫ | আপডেট: ০৮:৫৬ এএম


গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার এই বন্দিমুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর

দু’টি ব্যাচে এই মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দি মুক্তি পায় পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ওফের কারাগার থেকে। দ্বিতীয় ব্যাচে ১ হাজার ৭১৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয় দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে, যাদের অধিকাংশই ২০২৩ সালের অক্টোবরে গাজা অভিযান চলাকালে গ্রেপ্তার হয়েছিলেন।


🔹 বন্দি মুক্তির প্রক্রিয়া ও তত্ত্বাবধান

হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে বন্দিদের আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটি (ICRC)-এর সরবরাহকৃত বাসে করে ওফের কারাগার থেকে বেইতুনিয়া শহরে আনা হয়।

অন্যদিকে, নাগেভ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের গাজার খান ইউনিস শহরে স্থানান্তর করা হয়, যেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নাসার মেডিকেল কমপ্লেক্স

দুই অঞ্চলে বন্দিদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি ও তাদের পরিবারের সদস্যরা।


🔹 ইসরায়েলি কারা দপ্তরের বিবৃতি অনুযায়ী

“২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্য থেকে ১,৭১৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন,”
বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো বন্দিকে মুক্তি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে ইসরায়েল।


🔹 যুদ্ধবিরতির প্রেক্ষাপট

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলায় নিহত হন প্রায় ১,২০০ জন এবং জিম্মি হন ২৫১ জন ইসরায়েলি। ওই হামলার পরদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল

গত দুই বছরে এই সংঘাতে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব।


🔹 যুদ্ধবিরতির নতুন উদ্যোগ

দীর্ঘ সংঘাতের পর গত ২৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় নতুন এক যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করা হয়, যা ইসরায়েল ও হামাস উভয়েই গ্রহণ করে।

চুক্তির তৃতীয় দিনে, সোমবার, হামাস অবশিষ্ট ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, এর বিনিময়েই ইসরায়েল ৩,৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়

কোন মন্তব্য নেই