সিন্ডিকেটের প্রতিবাদে জামালপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিন্ডিকেটের প্রতিবাদে জামালপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ
জামালপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮:০০, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০৩, ২৮ অক্টোবর ২০২৫
সিন্ডিকেটের প্রতিবাদ ও এক চালকের ওপর হামলার ঘটনার জেরে জামালপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করেছেন চালকেরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে জামালপুর জেনারেল হাসপাতাল গেটের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের বাধার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এরই মধ্যে এক চালকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জামালপুর জেনারেল হাসপাতাল গেট এলাকায় বর্তমানে ২৫টি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। তবে সরকারি ও বেসরকারি হাসপাতালভিত্তিক অ্যাম্বুলেন্সগুলো চালু থাকায় আপাতত রোগীদের তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না।

কোন মন্তব্য নেই