লাভেলো আইসক্রিমের ১৬% লভ্যাংশ ঘোষণা, শেয়ারহোল্ডারদের জন্য সুখবর
![]() |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
লাভেলো আইসক্রিমের ১৬% লভ্যাংশ ঘোষণা, শেয়ারহোল্ডারদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১১:০৯, ১২ অক্টোবর ২০২৫
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।
অর্থাৎ, প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা ১০ পয়সা নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার পাবেন।
আর্থিক পারফরম্যান্স
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১.৬৫ টাকা, যা আগের হিসাববছরে ছিল ১.৭৯ টাকা।
সমাপ্ত অর্থবছরে নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ১.৪৮ টাকা, যা আগের বছরের ২.৭০ টাকা থেকে কিছুটা কম।
এছাড়া, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১২.০১ টাকা।
এজিএম ও রেকর্ড ডেট
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে (অনলাইন ও সরাসরি) অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর ২০২৫।
শেয়ার লেনদেন
এই করপোরেট ঘোষণার পর রবিবার (১২ অক্টোবর) কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা (circuit breaker) প্রযোজ্য থাকবে না বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বিনিয়োগ বিশ্লেষকদের মতে, লাভেলো আইসক্রিমের ধারাবাহিক পারফরম্যান্স ও বাজারে চাহিদা বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ প্রবৃদ্ধি ইতিবাচক থাকতে পারে।
কোন মন্তব্য নেই