শিশুরা চুইংগাম গিলে ফেললে কী হয়? জানুন চিকিৎসকদের সতর্কবার্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিশুরা চুইংগাম গিলে ফেললে কী হয়? জানুন চিকিৎসকদের সতর্কবার্তা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শিশুরা চুইংগাম গিলে ফেললে কী হয়? জানুন চিকিৎসকদের সতর্কবার্তা


নিউজ প্রতিবেদন :

লাইফস্টাইল ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
চুইংগাম শিশুদের প্রিয় একটি খাবারসদৃশ জিনিস। কিন্তু অনেক সময় তারা অসচেতনভাবে বা খেলতে খেলতে চুইংগাম গিলে ফেলে। এটি আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও চিকিৎসকরা বলছেন, একাধিক চুইংগাম গিলে ফেললে তা শিশুর শরীরে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।


 চুইংগাম গিলে ফেললে শরীরে কী ঘটে?

যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অব পেডিয়াট্রিকস’–এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়,
👉 শিশুরা যদি একাধিক চুইংগাম গিলে ফেলে, তবে তা অন্ত্রে বাধা (intestinal blockage) সৃষ্টি করতে পারে।

চুইংগাম মূলত হজম না হওয়া পদার্থের সঙ্গে মিশে ‘বেজোয়ার (Bezoar)’ নামের এক ধরনের আঠালো পিণ্ড তৈরি করে। এই পিণ্ড বড় আকার ধারণ করলে অন্ত্রের পথ বন্ধ হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং পেটে তীব্র ব্যথা দেখা দেয়।


 চুইংগামের উপাদান কীভাবে কাজ করে

চুইংগামের ভেতরের চিনি ও ফ্লেভার অংশ হজম প্রক্রিয়ায় গলে যায়।
কিন্তু এর আঠালো গাম অংশটি হজম হয় না—এটি অপরিবর্তিত অবস্থায় অন্ত্র দিয়ে অতিক্রম করে।
সাধারণত একক চুইংগাম গিলে ফেললে ২৪–৪৮ ঘণ্টার মধ্যেই মলের সঙ্গে তা শরীর থেকে বেরিয়ে আসে।


শিশুদের জন্য ঝুঁকি বেশি কেন?

শিশুদের পরিপাকতন্ত্র বড়দের তুলনায় ছোট ও সংবেদনশীল।
ফলে চুইংগাম সহজে জমে গিয়ে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি, এমনকি অন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতা তৈরি করতে পারে।


 বিশেষজ্ঞদের পরামর্শ

✅ শিশুদের চুইংগাম চিবাতে দিলে অভিভাবকদের নজর রাখা উচিত
✅ একসঙ্গে একাধিক চুইংগাম দেওয়া উচিত নয়
✅ গিলে ফেললে পানি ও ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে
✅ পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে


কোন মন্তব্য নেই