২৭৫ কোটি টাকার আইপিও জালিয়াতি: ১০ জনের দেশত্যাগে ‘রেড কার্ড’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৭৫ কোটি টাকার আইপিও জালিয়াতি: ১০ জনের দেশত্যাগে ‘রেড কার্ড’

 


রিং শাইন টেক্সটাইলের ২৭৫ কোটি টাকার আইপিও জালিয়াতি: ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
🕒 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, রাত ৮:৪৩

নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালত ৯ বিদেশি নাগরিকসহ মোট ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা (রেড কার্ড) জারি করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন, মামলাটি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে তদন্তাধীন।

🔹 বিদেশি ৯ কর্মকর্তার নাম:
সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

দুদকের আবেদনে বলা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল (ডিইপিজেড)–এর প্রকৃত আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও ভুয়া শেয়ারহোল্ডার ও জাল কাগজপত্র তৈরি করে আইপিও প্রক্রিয়ায় কোম্পানিটিকে তালিকাভুক্ত করেন। এতে সংঘবদ্ধভাবে ২৭৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানিটির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থের ৪০–৬০ শতাংশ নিজ নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে, দেশীয় ও বিদেশি কর্মকর্তারা সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এরপর আদালত অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আব্দুল কাদের ফারুকসহ বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালক মিলিয়ে ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

কোন মন্তব্য নেই