লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো ওয়াটা কেমিক্যালস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো ওয়াটা কেমিক্যালস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ওয়াটা কেমিক্যালসের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা, এজিএম ২৪ ডিসেম্বর

টাইমস এক্সপ্রেস ২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়াটা কেমিক্যাল লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ওয়াটা কেমিক্যালসের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের ৬৭ পয়সার চেয়ে বেশি। একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (Cash Flow per Share) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৩ পয়সা, আগের বছর যা ছিল ১৬ টাকা ৮৩ পয়সা।

এছাড়া, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ছিল ৬১ টাকা ৯ পয়সা

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর ২০২৫

কোন মন্তব্য নেই