ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান কমেছে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান কমেছে, শেয়ারপ্রতি ক্ষতি ৬২ পয়সা
সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৬২ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ, প্রান্তিক ভিত্তিতে কোম্পানিটির লোকসান কমেছে প্রায় ৪১ শতাংশ।
তবে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৬ পয়সা।
এছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে মাইনাস ২১৯ টাকা ০৩ পয়সা, যা কোম্পানির আর্থিক চাপে থাকার ইঙ্গিত দেয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে জানায় কোম্পানি সূত্র।
বিশ্লেষকদের মতে, লোকসান কিছুটা কমলেও কোম্পানির আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে এখনও সময় লাগবে, বিশেষ করে লিজিং খাতে বর্তমান চ্যালেঞ্জিং পরিবেশ বিবেচনায়।
কোন মন্তব্য নেই