"ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
"ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম"
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, “আমাদের দায়িত্ব গ্রহণের পর গত দেড় বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন:
-
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল ও সভা বাড়বে, তবে তা পরিস্থিতি অবনতির কারণ হবে না।
-
সাম্প্রতিক ঢাকায় ভূমিকম্পের পর সবাইকে সতর্ক থাকার আহ্বান। দেশের জন্য ভূমিকম্প সতর্কতার মোবাইল অ্যাপ চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
-
নগর এলাকায় জলাশয় ভরাট করে ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা মেনে কাজ করার আহ্বান।
-
ফায়ার সার্ভিস সাম্প্রতিক অগ্নিকাণ্ডে যথেষ্ট সক্ষমতা দেখিয়েছে, তবে বড় ধরনের ভূমিকম্প হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
কোন মন্তব্য নেই