নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মাইকি শেরিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মাইকি শেরিল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মাইকি শেরিল

টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয়ী হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হন। খবর দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের

নির্বাচনের ফলাফল

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মোট ৩০ লাখের বেশি ভোট পড়েছে। এর মধ্যে মাইকি শেরিল পেয়েছেন প্রায় ৫৬ শতাংশ (১৬ লাখ ৮২ হাজারের বেশি) ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতারেল্লি পেয়েছেন ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট

এর মাধ্যমে শেরিল হয়েছেন নিউ জার্সির ৫৭তম গভর্নর এবং রাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর

রাজনৈতিক প্রেক্ষাপট

নিউ জার্সি দীর্ঘদিন ধরে ‘ব্লু স্টেট’ বা ডেমোক্র্যাটিক ঘরানার রাজ্য হিসেবে পরিচিত। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনামূলক ভালো ফলাফল রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল।

তবে সর্বশেষ গভর্নর নির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করেছে—নিউ জার্সিতে ডেমোক্র্যাটদের প্রভাব অটুট রয়েছে।

কোন মন্তব্য নেই