নির্বাচন পর্যন্ত আইনশৃঙ্খলা নিরাপদ, ভূমিকম্পে সতর্কতার আহ্বান"
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
"লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম: নির্বাচন পর্যন্ত আইনশৃঙ্খলা নিরাপদ, ভূমিকম্পে সতর্কতার আহ্বান"
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বৃদ্ধি পাবে, তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশটিতে ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের কোনো কার্যকর ব্যবস্থা নেই। তিনি উল্লেখ করেন, “কিছু দেশে এমন অ্যাপ আছে যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্ক করে। আমাদের দেশে সেই ধরনের প্রযুক্তি চালু করা যায় কিনা তা নিয়ে ভাবা হচ্ছে।”
তিনি আরও বলেন, বিল্ডিং কোড মানা অত্যন্ত জরুরি। “বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে আরও বিপর্যয় ঘটতে পারে। জলাশয় ভরাট করা হয়েছে, দাঁড়ানোর জন্য পর্যাপ্ত মুক্ত জায়গা নেই। রাজউককে এসব বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।”
কোন মন্তব্য নেই