ব্যাংক খাতে এআই নীতিমালা হচ্ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংক খাতে এআই নীতিমালা হচ্ছে

 

 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: ব্যাংক খাতে এআই নীতিমালা আসছে শিগগিরই

টাইমস এক্সপ্রেস ২৪
৯ নভেম্বর ২০২৫, সকাল ৮:৪২ 

বাংলাদেশের ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালার মূল লক্ষ্য হলো ব্যাংক খাতে এআই প্রযুক্তির নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা— যাতে জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস এবং গ্রাহকসেবা উন্নয়নে বড় ভূমিকা রাখা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে সাত সদস্যের একটি বিশেষ দল ইতোমধ্যেই নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে খসড়া নীতিমালা প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান

নীতিমালার আওতায় ব্যাংক খাতে একটি স্বাধীন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির পরিকল্পনাও রয়েছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য বিদেশে প্রেরণের প্রয়োজন পড়বে না, যা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাইবার ঝুঁকি হ্রাস করবে।

বিশেষজ্ঞদের মতে, এআই-নির্ভর তথ্য বিশ্লেষণের মাধ্যমে মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি, ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি ও তারল্য ব্যবস্থাপনাতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং খাতে নতুন উদ্ভাবন ত্বরান্বিত করতে এই প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় এখনো এআই নীতিমালা নেই। মাত্র ৪০ শতাংশ ব্যাংক এ বিষয়ে প্রাথমিক নীতিমালা প্রণয়ন করেছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নতুন এআই নীতিমালা কার্যকর হলে বাংলাদেশের ব্যাংকিং খাত আরও আধুনিক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই