পৃথিবীতে সবচেয়ে বেশি খেলা হয় যে সকল অ্যান্ড্রয়েড গেমগুলো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পৃথিবীতে সবচেয়ে বেশি খেলা হয় যে সকল অ্যান্ড্রয়েড গেমগুলো


ক্যান্ডি ক্রাশ সাগা: নানা রঙের ছোট-বড় ক্যান্ডি ভরা, যা এ দিক-ও দিকে সরিয়ে, নাড়িয়ে রং মেলাতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে।সকলের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় এই গেম পৃথিবীতে সবচেয়ে বেশি খেলা অ্যান্ড্রয়েড গেমগুলো মধ্যে একটি।





ইনগ্রেস: ২০১৩ সালে জনপ্রিয় খেলার তালিকায় শীর্ষে ছিল এই গেম। গুগল প্লেয়ার’স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিল এটি। যদি খেলার মধ্যে গ্রাফিক্স এবং ভিজুয়াল অ্যাক্টিভিটিস পছন্দ করেন, তা হলে ইনগ্রেস আপনার মন কাড়বে। গোটা পৃথিবীকেই ‘মিস্ট্রি ল্যান্ড’-এ পরিণত করে এই গেম।  




ক্ল্যাশ অব ক্লান্স: যুদ্ধ-যুদ্ধ খেলা যদি পছন্দ করেন তা হলে এই গেম আপনার ফোনে নিশ্চয়ই আছে। নিজের সৈন্য-সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় শত্রূপক্ষের উপর। এই মুহূর্তে অনলাইন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় এই খেলা।  





প্ল্যান্টস ভার্সেস জোম্বি ২: প্রতিরক্ষা সংক্রান্ত খেলা ভালবাসেন? তা হলে এই গেম নিশ্চয়ই ডাউনলোড করেছেন। এখানেও নিজের সৈন্য তৈরি করে জোম্বিদের হাত থেকে নিজের বাড়িকে রক্ষা করতে হয়।  





এম্পায়ার: নিজের এম্পায়ার তৈরি করতে হয় এই খেলায়। এর পর শত্রূদের দুর্গ জয় করতে নিজের সৈন্যদের পাঠাতে হয়। অ্যান্ড্রয়েড দুনিয়ায় এই খেলা ভীষণ জনপ্রিয়।







অ্যাঙ্গরি বার্ডস: বদমেজাজি, বিদঘুটে পাখিদের পছন্দ করেন বেশির ভাগ গেমপ্রেমীরাই। গুগল প্লে-স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হয় এই খেলা। গুলতি থেকে পাখিদের ছুড়তে হয়। টিপ করে ভাঙতে হয় বিভিন্ন আকারের ডাইসগুলি। সব ক’টা ভাঙতে পারলেই লেভেল অতিক্রম করা যাবে।  

খবর :আনান্দবাজার থেকে সংগৃহীত


কোন মন্তব্য নেই