পাঁচ ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির পদক্ষেপ
পাঁচ ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩:৪৫, ১২ অক্টোবর ২০২৫
দুর্বল ও তারল্য সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়ে একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করার অনুরোধ জানায়।
একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংক এ পাঁচ ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
বিএসইসির সুপারিশ
বিএসইসি চিঠিতে জানিয়েছে—
১️⃣ ব্যাংকগুলোর সম্পদ, ব্র্যান্ড ভ্যালু, লাইসেন্স ও শাখা নেটওয়ার্কের মূল্যায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের ন্যায্য স্বার্থমূল্য নির্ধারণ করতে হবে।
২️⃣ দায়ী ব্যক্তিদের সম্পদ ক্রোক করে প্রাপ্ত অর্থও বিনিয়োগকারীদের স্বার্থে বিবেচনায় নিতে হবে।
৩️⃣ সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ঘোষণা না করে কোনো ব্যাংককে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা যাবে না।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন,
“সাধারণ বিনিয়োগকারীদের আইনগত অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।”
একীভূত ব্যাংকের কাঠামো
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দেবে—অর্ধেক নগদ ও অর্ধেক সুকুক বন্ড আকারে।
বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে।
নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে, পরে ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।
অর্থনীতিবিদ ও আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন,
“ব্যাংকগুলো একীভূত করা প্রয়োজন ছিল, তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দোষ নেই। সরকার চাইলে তাদের স্বার্থ বিবেচনা করতে পারে।”
কোন মন্তব্য নেই