রেকর্ড দামের মধ্যেও ভারতে স্বর্ণের চাহিদা স্থিতিশীল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেকর্ড দামের মধ্যেও ভারতে স্বর্ণের চাহিদা স্থিতিশীল

 


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




রেকর্ড দামের মধ্যেও ভারতে স্বর্ণের চাহিদা স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ০২:২১, ১২ অক্টোবর ২০২৫

রেকর্ড সর্বোচ্চ দামের মধ্যেও গত সপ্তাহে ভারতে স্বর্ণের চাহিদা স্থিতিশীল ছিল। চলতি মাসে ধানতেরাস ও দীপাবলি উৎসব সামনে রেখে দেশটির গহনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার প্রবণতা বাড়িয়েছেন বলে জানা গেছে। খবর: রয়টার্স।

মুম্বাইভিত্তিক একটি প্রাইভেট ব্যাংকের স্বর্ণ ব্যবসায়ী জানান, “বিনিয়োগকারীরা ধারণা করছেন সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তাই বিনিয়োগ চাহিদা বর্তমানে বেশ শক্তিশালী।”

 দাম ও বাজার পরিস্থিতি

শুক্রবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ১ লাখ ২১ হাজার রুপি, যা সপ্তাহের শুরুতে রেকর্ড ১ লাখ ২৩ হাজার ৬৭৭ রুপি ছুঁয়েছিল।
গত সপ্তাহে সরকারি মূল্য ও শুল্কসহ বেচাকেনায় মূল্য সংযোজন (প্রিমিয়াম) ছিল আউন্সপ্রতি ১৫ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৯ ডলার

 বৈশ্বিক বাজারের অবস্থা

অন্যদিকে বিশ্বের শীর্ষ স্বর্ণভোক্তা দেশ চীনে গত সপ্তাহে লেনদেন ছিল ধীরগতির। দীর্ঘ ছুটির পর দেশটির ক্রেতারা দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছেন।

হংকংয়ে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনায় মূল্যছাড় ছিল ৫০ সেন্ট থেকে ১ ডলার, আর সিঙ্গাপুরে ছাড়ের পরিমাণ ছিল ৫০ সেন্ট থেকে ১ ডলার ৩০ সেন্ট
এ সময় জাপানে স্বর্ণের প্রিমিয়াম ছিল স্পট দামের সমান থেকে ১ ডলার পর্যন্ত

বিশ্লেষকদের মতে, উৎসব মৌসুমে ভারতের স্বর্ণচাহিদা স্থিতিশীল থাকলেও বৈশ্বিক বাজারে ক্রেতারা এখনো মূল্য সংশোধনের অপেক্ষায় আছেন।

কোন মন্তব্য নেই