অনলাইনে ফাঁস ‘সঞ্জু’র লিঙ্ক! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনলাইনে ফাঁস ‘সঞ্জু’র লিঙ্ক!


বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘সঞ্জু’। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুক্রবার (২৯ জুন) মুক্তি পায় রাজকুমার হিরানির পরিচালিত ‘সঞ্জু’। এখন পর্যন্ত ছবিটির বেশ প্রশংসা করছেন দর্শকরা। অথচ শোনা যাচ্ছে, এরই মধ্যে ইন্টারনেটে ‘সঞ্জু’ ফাঁস হয়েছে।
 সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, অনলাইনে ‘সঞ্জু’র এইচডি ভার্সন ফাঁস হয়ে গেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি অনলাইনে পাওয়া গেলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে রণবীর কাপুরের ভক্তদের দাবি, সালমানের ভক্তরা ইচ্ছে করে ‘সঞ্জু’ ফাঁস হয়ে যাওয়ার খবর ছড়িয়ে বেড়াচ্ছেন।
এর আগেও বহু বলিউডের ছবির ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে। ‘পদ্মাবত’, ‘উড়তা পাঞ্জাব’, ‘দ্য গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ও বলিউডে ফাঁস হয়। সম্প্রতি রজনীকান্তের ছবি ‘কালা’র ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।
জানা গেছে, পরিচালক কোনোভাবেই ছবিতে সঞ্জয় দত্তকে মানবিক দিক থেকে ধরেননি। জীবনের বিভিন্ন পর্ব সঞ্জয় যেভাবে পার করেছেন, তাই ধরা আছে ছবিতে। এ ছবি কেবলই বাবা-ছেলের গল্প।


সূত্র

কোন মন্তব্য নেই