ঢাকা এসেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবও আসছেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা এসেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবও আসছেন






তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম। গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে ঢাকায় পৌঁছান তিনি। গতরাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও ঢাকায় আসার কথা আছে।
জিম জং কিম হযরত শাহজালাল আন্তর্জাইতক বিমানবন্দরে পৌঁছালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম তাকে স্বাগত জানান। এ সফরে তিনি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কঙবাজার যাবেন।


রোহিঙ্গাদের মানউন্নয়নে বিশ্বব্যাংকের পৰ থেকে বাংলাদেশকে বড় ধরনের অনুদানের ঘোষণা দিবেন জিম ইয়ং কিম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও কঙবাজারের রোহিঙ্গ ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে এটাই হতে যাচ্ছে প্রথম সফর। এর আগে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান হিসেবে রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করতে বাংলাদেশে আসেন তিনি। অন্যদিকে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফর করছেন বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিম।


TE

কোন মন্তব্য নেই