চীনা প্রেসিডেন্ট উ. কোরিয়া সফরে যাচ্ছেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনা প্রেসিডেন্ট উ. কোরিয়া সফরে যাচ্ছেন



সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।
২০১২ সালে চীনের ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের এটাই হবে উত্তর কোরিয়ায় প্রথম সফর। এছাড়া, ১৩ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন। সিঙ্গাপুরভিত্তিক ‘স্ট্রেইট টাইম’ শনিবার এ খবর দিয়েছে। তবে পত্রিকাটি খবরের উৎস সম্পর্কে কিছু জানায় নি এবং চীনের পক্ষ থেকেও বিষয়টি এখনো নিশ্চিত করা হয় নি।


আগামী ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে বলে কথা রয়েছে। সিঙ্গাপুরের পত্রিকাটি বলেছে, শেষ মুহূর্তে বিশেষ কিছু না ঘটলে সফরসূচি ঠিক থাকবে। চীন হচ্ছে উত্তর কোরিয়ার নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ ব্যবসায়িক মিত্র। চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দু বার চীন সফর করেছেন। এসব সফরের মাধ্যমে তিনি চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা করেছেন

কোন মন্তব্য নেই