সুদানে নৌকাডুবি
উত্তরাঞ্চলীয় সুদানে বুধবার এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৪ স্কুলশিশুসহ ২৫ জন প্রাণ হারিয়েছে। ৪০ জনের বেশি শিক্ষার্থীকে নিয়ে নীলনদ অতিক্রম করার সময় নৌকাটি ডুবে যায়। স্থানীয় সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘মিডল ইস্ট আই’ পত্রিকা।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ঘটনার দিন শিশুরা সুদানের উত্তরাঞ্চলীয় ক্ষুদ্র গ্রাম কেনবায় অবস্থিত স্কুলে যাওয়ার জন্য নৌকায় উঠেছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নৌকার ইঞ্জিন বিকল হয় এবং প্রবল স্রোতের মুখে এটি ডুবে যায়।
নৌকাটিতে থাকা শিশুদের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে ছিল বলে জানিয়েছেন কেনবা হাই স্কুলের প্রধান শিক্ষক আব এল খায়ের।সরকারি বার্তা সংস্থা সুনা জানায়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে এখনও নীলনদে অভিযান চালাচ্ছে ডুবরিরা। কিন্তু তারা এখনও কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। এই দুর্ঘটনায় হাসপাতালের এক নারী কর্মচারীও প্রাণ হারিয়েছেন।এই দুর্ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: মিডল ইস্ট আই
কোন মন্তব্য নেই