শ্যামলী পরিবহনের দুই বাস খাদে পড়ে নিহত দুই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্যামলী পরিবহনের দুই বাস খাদে পড়ে নিহত দুই


কুমিল্লায় শ্যামলী পরিবহনের পৃথক দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। শনিবার ভোরে জেলার রায়পুর ও  জিংলাতলীতে এ দুটি দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস দাউদকান্দির রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে। প্রথম দুর্ঘটনার ৮-১০ মিনিট পর দিনাজপুর থেকে ছেড়ে আসা একই পরিবহনের আরেকটি বাস রায়পুরের পাশে জিংলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  পৃথক দুটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই বাসের দুই যাত্রী মারা যান। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।  দুর্ঘটনায় পড়া দুটি বাসই উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  প্রসঙ্গত, দুর্ঘটনায় পড়া শ্যামলী পরিবহনের দুটি বাসই উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল।

কোন মন্তব্য নেই