মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বাতিলের আর কোনো পরিকল্পনা নেই।
এশিয়ার এ দেশটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার এক পর মাস মার্কিন মন্ত্রী এ ঘোষণা দিলেন।
গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। ওই বৈঠকের পর ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিলের কথা বলেছিলেন। সে সময় তিনি এও বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় বিরাট অংকের অর্থ খরচ হয় যা আমেরিকার জন্য মোটেই লাভজনক নয়। এসব মহড়াকে ট্রাম্প উসকানিমূলক বলেও আখ্যা দিয়েছিলেন।
গতকাল (মঙ্গলবার) জিম ম্যাটিস বলেন, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এর আগে আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ মহড়া বাতিল করেছিল তবে অন্য মহড়াগুলো অব্যাহত রয়েছে। তিনি সাংবাদিকদের পরিষ্কার করে বলেন, “এ পর্যায়ে আর কোনো মহড়া বাতিলের পরিকল্পনা আমাদের হাতে নেই।
কোন মন্তব্য নেই