মার্কিন সম্ভাব্য সামরিক হামলার মুখে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সিরিয়ার সামরিক কর্মকর্তারা আজ (বুধবার) একথা বলেছেন। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন সম্ভাব্য সামরিক হামলার মুখে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সিরিয়ার সামরিক কর্মকর্তারা আজ (বুধবার) একথা বলেছেন।



সিরিয়ার ইদলিব প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা রাসায়নিক হামলার নাটক সাজাবে এবং সেই অজুহাতে আমেরিকা সিরিয়ার সেনাদের ওপর বিমান হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ অবস্থায় সিরিয়ার সেনারা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করল।

সিরিয়ার সরকারপন্থি আল-মাসদার বার্তা সংস্থা মেজ্জেহ সামরিক বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ঘাঁটির সেনাদেরকে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে কী কারণে এ নির্দেশ দেয়া হয়েছে তা ওই সূত্র নিশ্চিত করতে পারে নি বলে আল-মাসদার উল্লেখ করেছে।

ধারণা করা হচ্ছে- সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলার জন্য এ পদেক্ষপ নেয়া হয়েছে। মেজ্জেহ সামরিক বিমানবন্দরটি রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সিরিয়ার সরকার এ খবর সম্পর্কে এখনো কোনো মন্তব্য করে নি।

এদিকে, রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সরকারি সেনারা কখনো রাসায়নিক হামলা করে নি।

কোন মন্তব্য নেই