রাজশাহীর নওদাপাড়া বাজারে বাস চাপায় তিনজন নিহত
রাজশাহী নগরের নওদাপাড়া বাজারে বাস চাপায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ অভিযান চালিয়ে গোদাগাড়ীর ফরাদপুর এলাকা থেকে বাস চালককে গ্রেপ্তার করে।
শাহমুখদুম থানার ওসি জিল্লুর রহমান জানায়, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয় এবং ঘটনাস্থলেই দুই নিহত হন। এ সময় আহত হন পাঁচজন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুল ছাত্রী মারা যান।
নিহতরা হলেন, নগরের নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে আনিকা (১৩)। শাহমখদুম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এছাড়াও ঘটনাস্থলে নিহত অপর দুইজন হলেন, শাহমখদুম থানার মোড় এলাকার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিঙ্কু(২৪) এবং মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২)। তারা উভয়েই ডিসের লাইনে কাজ করতেন। তারা দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
ওসি বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি বাস ও একটি ট্রাকে ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পুলিশ বাসটি জব্দ করে নিয়ে যায়।
ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনার পর বাস চালক জনি (৩৫) পালিয়ে যায়। বিকেলে তাকে ধরতে পুলিশের একটি টিম অভিযানে নামে। পরে গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ফরাদপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
মেয়র লিটনের সমবেদনা : রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজারে বাস চাপায় নিহতদের পরিববারকে সমবেদনা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার রাতে দুই নিহতের বাড়িতে যান মেয়র লিটন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানার মোড় এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মোহাম্মদ আলীর ছেলে স্থানীয় তাঁতলীগের সদস্য সাখাওয়াত হোসেন খান সবুজের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একইসঙ্গে মোহাম্মদ আলীর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
অপরদিকে একই এলাকার শাহমখদুম থানার মোড় এলাকার ইসলামের বাড়িতে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিঙ্কুর মৃত্যুর ঘটনায় ইসলামের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ইসলামের পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পরে নিহত দুইজনের নামাজে জানাযায় অংশ নেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
কোন মন্তব্য নেই