পারস্য উপসাগরে ইরানি বাহিনীর সক্রিয় উপস্থিতি, পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে: ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পারস্য উপসাগরে ইরানি বাহিনীর সক্রিয় উপস্থিতি, পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে: ইরান

জেনারেল আলী রেজা বলেন, পারস্য উপসাগরে আইআরজিসি এবং ওমান সাগরে ইরানি নৌবাহিনী পানিসীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পারস্য উপসাগরে বিদেশী কোনো বাহিনীর উপস্থিতির দরকার নেই এবং এসব সাগরের নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানকে সহায়তা করার জন্য তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।


জেনারেল আলী রেজা তাংসিরি
জেনারেল আলী রেজা আরো বলেন, “আমাদের মুসলিম প্রতিবেশী দেশগুলোর জন্য আমাদের পক্ষ থেকে বার্তা হচ্ছে- বার বার বলছি আমরা আপনাদের প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছি এবং বিশ্বাস করুন যে, পারস্য উপসাগর হচ্ছে আমাদের আবাসস্থল এবং আমরাই এর নিরাপত্তা দিতে পারি। সে ক্ষেত্রে আমেরিকার মতো কোনো বিদেশী শক্তি যাদের আবাসস্থল এটা নয় তাদের উপস্থিতি এখানে দরকার নেই।”

ইরানের এ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইরান কখনো কারোর ওপর হামলা করে নি অথচ শত্রুরা ইরান-ভীতি ছড়িয়ে আঞ্চলিক দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে।

কোন মন্তব্য নেই