আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব!



মেয়ের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে মেয়ে আলাইনা। তাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব।

সূত্র জানায়, অসুস্থ আলাইনাকে দেশে রেখে আসতে একপ্রকার বাধ্য হয়েই বুধবার দেশে ফিরছেন সাকিব। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমান ধরবেন সাকিব।

সাকিব আগামী ১৯ অথবা ২০ তারিখে দুবাই ফিরতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে আজই দেশে ফিরে আসতে হচ্ছে তামিম ইকবালকেও।

মুশফিকুর রহীমেরও ইঞ্জুরি। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে।

কোন মন্তব্য নেই