পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত



এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে ২১০ রানের রেকর্ড ভারতের এ জয়ে বড় ভূমিকা রেখেছে। তারা ভেঙেছেন ২০ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির ১৫৯ রানের রেকর্ড। 

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের করা ২৩৭ রানের জবাবে ভারত ৩৯.৩ ওভারে মাত্র এক উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে।

ওয়ানডেতে এটাই উইকেটের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়। টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় ৮ উইকেটে জিতেছিল ভারত।


ভারতের ওপেনার ধাওয়ান ১০০ বলে ১১৪ রান করে সাজঘরে ফিরে যান। এটি তার ১৫তম সেঞ্চরি। সেঞ্চুরি করতে ১৫টি চার ও ১টি ছক্কায় ৯৫ বল খেলেন তিনি।

ধাওয়ানের পর ব্যাট করতে নামের আম্বাতি রায়দু। তিনি ১২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে এদিন ১৯তম সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ১০৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। শেষে ১১৯ বলে আরও একটি ছক্কা যোগ করে ১১১ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন রোহিত।

এরআগে সাবেক অধিনায়ক শোয়েব মালিকের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে পাকিস্তান ২৩৭ রানের ইনিংসটি গড়ে। শোয়েব ৯০ বলে ৭৮ রান করেন। আর অধিনায়ক শরফরাজ আহমেদ করেন ৬৬ বলে ৪৪ রান। এছাড়া ফখর জামান ৩১ ও আসিফ ৩০ রানের দুটি ইনিংস গড়েন। বুমরাহ, চাহাল ও যাদব দুটি করে উইকেট নিয়েই পাকিস্তানের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান।

শেষ চারের খেলায় টানা দুই জয়ে আসরের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। আজকের খেলায় ম্যান অব দ্য ম্যান পুরস্কার পেয়েছেন শিখর ধাওয়ান।

কোন মন্তব্য নেই