মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইসলামী ব্যাংক মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ জিতে নিলো তিন বিভাগে
টাইমস এক্সপ্রেস ২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিন বিভাগে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে। ব্যাংকটি—
-
‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’
-
‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’
-
‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’
পুরস্কার অর্জন করেছে কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য।
পুরস্কার বিতরণের অনুষ্ঠান
২২ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু হোটেল-এ আয়োজিত অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড এ পুরস্কার প্রদান করে।
উপস্থিত অতিথিরা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন। ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, এবং বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই