ভূমিকম্পের আফটার শক নিয়ে স্বস্তির বার্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভূমিকম্পের আফটার শক নিয়ে স্বস্তির বার্তা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভূমিকম্পের আফটার শক নিয়ে স্বস্তির বার্তা, বড় ঝুঁকি নেই: বিএমডি

টাইমস এক্সপ্রেস ২৪ 


২৩ নভেম্বর ২০২৫

দেশে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক মো. মমিনুল ইসলাম জনগণকে স্বস্তিতে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পরপর ছোট কম্পনগুলো মূলত ‘আফটার শক’, যা প্রধান কম্পন বা ‘মেইন শকের’ স্বাভাবিক প্রক্রিয়া। মেইন শকের ৭২ ঘণ্টার মধ্যে এমন ছোট কম্পন অনুভূত হতে পারে, তবে আপাতত বড় ভূমিকম্পের কোনো ঝুঁকি নেই।

আফটার শক ও মেইন শকের ব্যাখ্যা

পরিচালক মমিনুল ইসলাম বলেন,

“গত পরশুদিনের কম্পনকে আমরা মেইন শক হিসেবে মনে করি। একটি বড় ভূমিকম্পের আগে প্রি-শক এবং পরে আফটার শক হয়ে থাকে। গতকাল যে ছোট কম্পনগুলো অনুভূত হয়েছে, তা হলো আফটার শক। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি ইভেন্টের পর ৭২ ঘণ্টা পর্যন্ত এই ধরনের কম্পন হতে পারে।”

গুজবকে অস্বীকার

নরসিংদী ও বাড্ডাসহ বিভিন্ন স্থানে কম্পনের পর ছড়ানো গুজব, যেমন ‘দুই ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প হবে’, সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিএমডির পরিচালক। তিনি বলেন,

“ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যেগুলো হচ্ছে, তা কেবল আফটার শক। এগুলো সবসময় মূল শকের চেয়ে ছোট হয় এবং নতুন কম্পন নাও হতে পারে।”

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঝুঁকি

বাংলাদেশ তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে—

  • ইউরেশিয়ান প্লেট (উত্তর-পশ্চিমে)

  • ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট (দেশের ওপর)

  • বার্মা মাইক্রোপ্লেট (পূর্বে)

বৃহৎ ভূমিকম্প সাধারণত প্লেট বাউন্ডারি বা ফল্ট লাইনের আশেপাশে হয়। সাম্প্রতিক কম্পনগুলো সম্ভবত মূল ফল্ট লাইনের সাবফল্ট হিসেবে এসেছে।

জনগণকে সতর্ক ও শান্ত থাকার পরামর্শ

পরিচালক মমিনুল ইসলাম বলেন,

“যেহেতু একটি ৫.৭ মাত্রার কম্পন ভূখণ্ড অ্যাবজর্ব করতে পেরেছে, তাই ৩–৪ মাত্রার আফটার শক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গুজবে কান না দিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।”

কোন মন্তব্য নেই