ব্যাংক বন্ধ হলে তাৎক্ষণিক দুই লাখ টাকা পাবেন আমানতকারী
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বন্ধ হলে তাৎক্ষণিক ২ লাখ টাকা ফেরত পাবেন আমানতকারী
টাইমস এক্সপ্রেস ২৪
বাংলাদেশ সরকার ‘অমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের অর্থ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি **অবসায়ণ বা বন্ধ হলে সাধারণ আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ রবিবার (২৩ নভেম্বর) এক সার্কুলার জারি করে এ তথ্য জানায়।
নতুন আইন ও ব্যবস্থাপনা
-
ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ বাতিল হয়ে নতুন আধুনিক আইন কার্যকর হলো।
-
অমানত সুরক্ষা বিভাগ গঠিত হবে, যা প্রিমিয়াম সংগ্রহ, তহবিল পরিচালনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ ও সচেতনতা কার্যক্রম দেখভাল করবে।
-
ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুটি পৃথক আমানত সুরক্ষা তহবিল গঠন হবে।
-
নতুন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে; বর্তমানে কার্যরত সব ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে সদস্য। ফাইন্যান্স কোম্পানি ২০২৮ সালের ১ জুলাই থেকে সদস্যপদে যুক্ত হবে।
-
ত্রৈমাসিক ভিত্তিতে ঝুঁকি-ভিত্তিক প্রিমিয়াম আদায় করা হবে।
সীমিত ব্যতিক্রম ও নিরাপত্তা
-
সরকারি, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার কিছু বিশেষ আমানত সুরক্ষার বাইরে থাকবে।
-
প্রয়োজন হলে ব্রিজ ব্যাংক বা তৃতীয় পক্ষের মাধ্যমে আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
-
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আইন ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করবে এবং আমানতকারীদের আরও বেশি সুরক্ষা প্রদান করবে।
কোন মন্তব্য নেই