জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়



প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

৯৫। এদেশকে বেসরকারিভাবে সহযোগিতা করেছিল- 

(র) অধিকাংশ রাজনৈতিক দল 

(রর) বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন 

(ররর) সেনা বাহিনী।

নিচের কোনটি সঠিক 

(ক) র ও রর (খ) রর ও ররর 

(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর 

সঠিক উত্তর : (ক) র ও রর

৯৬। কে যৌথবাহিনীর কমান্ডার ছিলেন? 

(ক) জেনারেল নাগরা 

(খ) মেজর জেনারেল জ্যাকব 

(গ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা 

(ঘ) জেনারেল স্যাম মানেকশ 

সঠিক উত্তর : (ক) জেনারেল নাগরা 

৯৭। রাজাকার বাহিনীতে যোগদান করেছিল-

(র) দাগি আসামিরা 

(রর) ব্যবসায়ীরা 

(ররর) ছাত্রসংঘের ছাত্ররা।

নিচের কোনটি সঠিক 

ক) র (খ) র ও রর 

(গ) র ও ররর (ঘ) রর ও ররর 

সঠিক উত্তর : (গ) র ও ররর 

৯৮। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সরকারি নীতি ছিল পাকিস্তানের পক্ষে। এ থেকে প্রতীয়মান হয় কোনটি? 

(ক) যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের মিত্রতা ছিল 

(খ) যুক্তরাষ্ট্রের সাথে ভারতের মিত্রতা ছিল 

(গ) যুক্তরাষ্ট্রের সাথে বাংরাদেশের মিত্রতা ছিল 

(ঘ) যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের শত্রæতা ছিল 

সঠিক উত্তর : (ক) যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের মিত্রতা ছিল 

৯৯। কোন দেশ পাকিস্তানের সমথের্ন ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায়? 

(ক) ব্রিটেন 

(খ) মাকির্ন যুক্তরাষ্ট্র 

(গ) চীন 

(ঘ) ইরাক

সঠিক উত্তর : (খ) মাকির্ন যুক্তরাষ্ট্র 

১০০। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে- 

(র) বাঙালির স্বাধীনতা অজির্ত হয় 

(রর) বাংলা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয় 

(ররর) বাঙালি অধিকার ফিরে পায়। নিচের কোনটি সঠিক 

(ক) র ও রর (খ) রর 

(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর 

সঠিক উত্তর : (গ) র ও ররর

কোন মন্তব্য নেই